যেকোনো  শান্তিপূর্ণ কর্মসূচিতে পূর্ণ সহযোগিতা করব: আইজিপি মামুন

যেকোনো  শান্তিপূর্ণ কর্মসূচিতে পূর্ণ সহযোগিতা করব: আইজিপি মামুন

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘যেকোনো রাজনৈতিক দল শান্তিপূর্ণ কর্মসূচি করবে। সে ক্ষেত্রে আমরা তাদের পূর্ণ সহযোগিতা করব। তবে, কেউ যদি সাধারণ মানুষের জন্য ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে, মানুষের ওপর আক্রমণ বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, এর জন্য আইনগতভাবে যা করা দরকার আমরা তার জন্য প্রস্তুত আছি। সেই প্রশিক্ষণ ও অভিজ্ঞতা আমাদের আছে।’

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব বলেন।

আইজিপি বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী শহর। এখানকার মানুষ শান্তিপ্রিয়। এ শহরের মানুষ সব সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে প্রশাসনের সাহায্য করেছেন, এর জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। নারায়ণগঞ্জবাসী অতীতে আমাদের সাহায্য সহযোগিতা করেছে, আগামী দিনেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ শত বছরের পুরোনো প্রতিষ্ঠান। প্রতিদিন নিত্যনতুন চ্যালেঞ্জ আসে। এবং সেসব চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা, সামর্থ্য ও সক্ষমতা আমাদের রয়েছে। সেটা দিয়েই যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা হয়। অতীতে যেভাবে আমরা কাজ করেছি, আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট প্রস্তুত আছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু প্রমুখ।